শিক্ষা ১৭ নভেম্বর, ২০১৯ ০৭:৪০

সুস্থ হয়ে প্রাণের ক্যাম্পাসে ফিরলেন সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক ।। 

ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্পাইনাল কর্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে গত সোমবার (০৪ নভেম্বর) ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতেলে। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। আজ রবিবার (১৭ নভেম্বর) চেন্নাই থেকে ঢাকায় আসেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি কোন কালক্ষেপণ না করে সরাসরি চলে যান প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে পৌঁছা মাত্র তার সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মীরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাকে পেয়ে তার সহপাঠীদের অনেকেই আনন্দে কান্নায় ভেঙ্গে পরেন।

মধুর ক্যান্টিনে এসে সাদ্দাম জানান, অসুস্থতার কারণে প্রাণের ক্যাম্পাস থেকে দূরে ছিলাম অনেক দিন। সংগঠন ও সহপাঠীদেরকে পাশে পেয়ে নিজেকে এখন অনেক পরিপূর্ণ মনে হচ্ছে।

তিনি আরো বলেন, চিকিৎসার সকল খরচ বহন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। সংগঠনের নেতাকর্মী, সহপাঠী ও দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেন নাই সাদ্দাম হোসেন। 

এখন সাদ্দাম হোসেন সুস্থ আছেন। শুধু নিয়ম মাফিক কিছুদিন চলতে পারলে আগামী কিছুদিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হবেন। 

উল্লেখ্য, মেরুদণ্ডে (স্পাইনাল কর্ড) সমস্যা জনিত কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন ডাকসু এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। দেশে প্রায় একমাস চিকিৎসার পর গত ২৯ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য যান। এরপর সাদ্দাম হোসেনের স্পাইনাল কর্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে গত সোমবার (০৪ নভেম্বর) ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতেলে।