অপরাধ ও দুর্নীতি ১৭ নভেম্বর, ২০১৯ ০৮:১০

দুদকে সেলিম প্রধানের জিজ্ঞাসাবাদ শুরু

ডেস্ক রিপোর্ট।।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে।

দুদকের দায়ের করা মামালায় রিমান্ড আবেদন করে আদালতের কাছে অনুমতি চেয়েছিল দুদক। আবেদনের প্রেক্ষিতে ৭ দিন রিমান্ডের অনুমতি দেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েস এ আদেশ দেন।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য সেলিম প্রধানকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। দুদকে আনার পর পরই দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। 

গত ৩০ সেপ্টেম্বর অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রধানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে নিয়ে গুলশানে অফিস ও বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে সেলিম প্রধানের নামে গুলশান থানায় অর্থপাচার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় কয়েক দফা সেলিম প্রধানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব ও পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।