অর্থ ও বাণিজ্য ১৭ নভেম্বর, ২০১৯ ১২:৩৩

অহেতুক চালের দাম যেনো আর না বাড়ে: খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।।

অযথাই চালের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় খাদ্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চাল-মিল মালিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আজকের মিটিং-এ চাল মিল মালিকদের অহেতুক চালের দাম না বাড়ানোর জন্য বলা হয়েছে এবং দিক নির্দেশনা দেয়া হয়েছে। কয়েকদিন আগেও চালের দাম কম থাকার কারণে কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিল। কৃষকের ন্যায্যমূল্য পাবার জন্যও ধানের দাম একটু বৃদ্ধি পাওয়ার দরকার ছিল।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। চালের দাম যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য চাল মিল মালিকদের বলা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এখন কেউ আর মোটা চাল খেতে চায় না, সবাই সরু চাল খেতে চায়, তাই সরু চালের দাম একটু বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কষ্ট হলো চালের দাম যখন কম থাকে তখন কৃষক ক্ষতিগ্রস্ত হয়, সে তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আবার চালের দাম যখন একটু বেড়ে যায় তখন ভোক্তাগণ কষ্ট পায়। উভয় সংকটে পড়ার মতো অবস্থা।

তিনি আরও বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন আমন মৌসুমে ধান-চাল কেনা হবে এবং ধান ভাঙা হবে। সেটার কোয়ালিটি যাতে কোন ক্রমেই খারাপ না হয় সেটা বলেছি এবং সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। কোয়ালিটি নিয়ে আমরা কোন আপোষ করবনা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ওমর ফারুক, অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আগত মিল মালিক এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।