অপরাধ ও দুর্নীতি ১৭ নভেম্বর, ২০১৯ ১২:৪৬

পরিমাপে কম দেয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে বিএসটিআই

ডেস্ক রিপোর্ট ।।

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি পাম্পটি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার (১৭ নভেম্বর) সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে যাত্রাবাড়ীর পোল্ডার রোড এলাকার মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশন পরিমাপে ডিজেল প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৩০ ও ৭৬০ মিলি লিটার ও অকটেন ৫১০ মিলি লিটার কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং পেট্রোল পাম্পটি বন্ধ করে দেয়া হয়।

বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির উপপরিচালক পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।