খেলাধুলা ১৭ নভেম্বর, ২০১৯ ০২:০৯

দ্বিতীয় রাউন্ডে দল পেলেন নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক।।

বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। ড্রাফটের দ্বিতীয় সেটে দল পেয়েছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত খেলোয়াড় নাসির হোসেন। 

নাসির ছাড়া দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী, আরাফাত সানি, নাজমুল ইসলাম অপু, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান, সাব্বির রহমান, জহুরুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন ও ফরহাদ রেজা।

এদের মধ্যে নাসির ও রুবেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে, রাহী ও ফরহাদ রেজা রাজশাহী রয়্যালসে, শান্ত ও বিপ্লব খুলনা টাইগার্সে, হাসান মাহমুদ ও মেহেদী হাসান ঢাকা প্লাটুনে, ইয়াসির আলী ও সাব্বির কুমিল্লা ওয়ারিয়র্সে, সানি ও অমি রংপুর রেঞ্জার্সে এবং অপু ও সোহাগ সিলেট থান্ডারে দলভুক্ত হয়েছেন।

এবারের প্লেয়ার ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা ৯ জন। এছাড়া ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে যথাক্রমে ২৪, ৪১, ৫৯ ও ৪৪ জন বাংলাদেশি ক্রিকেটার থাকছেন প্লেয়ার্স ড্রাফটে। দেশিদের জন্য মোট ক্যাটাগরি ৬টি।

বিদেশি ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ১১ জন, ‘এ’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭৫ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ২৭২ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

বিশেষভাবে আয়োজিত এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি প্রথা নেই। প্রতিটি দলই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে, পাঁচটি দলে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পরামর্শকের ভূমিকায় থাকবে। বোর্ডের সাথে সম্পর্ক রক্ষায় প্রতিটি দলে থাকবেন একজন করে বোর্ড পরিচালক, যারা দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন।

এদের মধ্যে গাজী গোলাম মোর্তজা ঢাকা প্লাটুন, জালাল ইউনুস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এনায়েত হোসেন সিরাজ রাজশাহী রয়্যালস, আকরাম খান রংপুর রেঞ্জার্স, তানজিল চৌধুরী সিলেট থান্ডার, নাঈমুর রহমান দুর্জয় কুমিল্লা ওয়ারিয়র্স ও খালেদ মাহমুদ সুজন খুলনা টাইগার্সের হয়ে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ৮  ডিসেম্বর উদ্বোধনের পর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল।