অর্থ ও বাণিজ্য ১৪ আগস্ট, ২০১৯ ০৬:১৭

ট্যানারি মালিকরা কাঁচা চামড়া রপ্তানি চান না

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের  চেয়ারম্যান মো. শাহীন আহমেদ চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের চামড়া রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। 

আজ বুধবার ধানমন্ডিতে বিটিএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।  
 
লবণযুক্ত কাঁচা চামড়া এ মাসের ২০ আগস্ট থেকে আগামী দুই মাস বিভিন্ন হাট থেকে সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিটিএর সভাপতি শাহীন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম প্রমুখ।