শিক্ষা ১৮ নভেম্বর, ২০১৯ ০৭:৫৮

আবরার ফাহাদ হত্যা: ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

এছাড়াও আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।  তারা হলেন-মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। এদের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত আসামি।

সকালে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলে তেসরা ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

এর আগে ১৩ই নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

উল্লেখ্য, গত ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে। রাত তিনটার দিকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। পরদিন, রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন নিহত আবরারের বাবা।