খেলাধুলা ১৯ নভেম্বর, ২০১৯ ০২:০৫

যেভাবে দেখতে পাবেন ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচ

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিল ফুটবল দল কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বৈশ্বিক সফরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে। তবে একটিতেও জয় পায়নি তিতের শিষ্যরা। তাই অধরা জয়ের অপেক্ষায় আজ (১৯ নভেম্বর) মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়ার। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কাগজে-কলমে অনেক শক্তিশালী  সেলেসাওরা। 

কোপা আমেরিকায় ব্রাজিলের ছন্দ পরের ম্যাচগুলোতে দেখা যায়নি। কৌতিনহো, ফিরমিনোরা বারবারই ব্যর্থ হন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে দুটি ল্যাটিন দলের বিপক্ষে খেলে ব্রজিল। যেখানে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র ও পেরুর কাছে ১-০তে হেরে যায় তারা। 

অক্টোবরে ব্রাজিল আসে এশিয়া মহাদেশে। সিঙ্গাপুরে দুটি প্রীতি ম্যাচ খেলে আফ্রিকার দুইটি শক্তিধর দেশের সঙ্গে। এবারও জিততে পারেনি। প্রথমে সেনেগাল ও পরে নাইজেরিয়ার মুখোমুখি হয় তারা। দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়। 

সবশেষ গত শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। সে ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে হারের স্বাদ পায় তিতের শিষ্যরা। পেনাল্টি মিস করলেও ফিরতি শটে জালে বল জড়ান বার্সেলোনা তারকা। এর আগে পেনাল্টিতে গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন  ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস।

এবার সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াইয়ে নেমেছে ব্রাজিল। এ ম্যাচেও চোটের কারণে নেই দলের প্রাণভোমরা নেইমার। আর বিশ্রামে থাকছেন মূল অধিনায়ক দানি আলভেজ। 

ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার মহারণ দেখা যাচ্ছে বেইন স্পোর্টসের অনলাইন ও ফেসবুকে। এছাড়া মোবাইলে কিংবা স্মার্ট গুগল টিভিতেও উপভোগ করা যাচ্ছে এই ম্যাচটি। তাছাড়া খেলাটি দেখা যাচ্ছে টোটাল স্পোর্টেকের ওয়েবসাইট এবং ইউটিউবে।