খেলাধুলা ২০ নভেম্বর, ২০১৯ ০৬:৩৬

আর্জেন্টাইন নিকোলাসকে দলে ভেড়ালো বসুন্ধরা

ডেস্ক রিপোর্ট।। 

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাজিলিয় স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুসকে দলে টেনে চমক দেখিয়েছিলো বসুন্ধরা কিংস। ক্লাবের হয়ে প্রতিদানও দিয়েছিলেন তিনি। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার ১৪ গোল করে হয়েছিলেন লিগের চতুর্থ শীর্ষ গোলদাতা।

এবার বসুন্ধরা দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস দেলমন্তেকে। চোটের কারণে দলের বাইরে চলে গেছেন বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া। তার জায়গাতেই খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন দেলমন্তে।

স্পেনের দ্বিতীয় বিভাগের দল এক্সট্রেমাদুরায় খেলছিলেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন। ক্লাবটি তাকে ধারে পাঠিয়ে দেয় দেশটির তৃতীয় বিভাগের দল সাবাডেলে। সেখান থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের নতুন পর্ব শুরু করছেন দেলমন্তে। 

জানা গেছে, বসুন্ধরা কিংস গত মৌসুমে দারুণ খেলা ব্রাজিলিয় মার্কোস ভিনিসিয়ুসকেও দলে রাখতে চেয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত কম্বিনেশনের কারণে তাকে ছেড়ে আর্জেন্টাইন নিকোলাস দেলমন্তেকে দলে টানলো কিংস।

গতবার যেমন বসুন্ধরার হয়ে ভিনিসিয়ুস ব্রাজিলিয় ছন্দে মাতিয়েছিলেন বিপিএল, এবার দেলমন্তের কাছ থেকে তেমনি আর্জেন্টাইন ঝলক প্রত্যাশা করছে সকল ফুটবলামোদী।