জাতীয় ২১ নভেম্বর, ২০১৯ ০৭:৪৭

প্রধানমন্ত্রীর সাহায্য পাচ্ছেন বিএনপির নজরুল

ডেস্ক রিপোর্ট ।।

বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি। এ মাসের শুরুতে এক সভায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

নজরুল ইসলাম খানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। প্রধানমন্ত্রী নজরুলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তার একজন ব্যক্তিগত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই এই চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। 

গত ৫ নভেম্বর (বুধবার) দলের সাবেক নেতা তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগীতায় সিঙ্গাপুরে ফখরুল চিকিৎসা নিয়েছিলেন।