খেলাধুলা ২১ নভেম্বর, ২০১৯ ১২:৫০

বিপিএলে বোলিং কোচের ভূমিকায় রাসেল

স্পোর্টস ডেস্ক।।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এবারের বিপিএলের বিশেষ সংস্করণ। ১১ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলকে ঘিরে মিলছে একের পর এক চমকপ্রদ খবর। এরই ধারাবাহিকতায় যেন এবার যুক্ত হলো সৈয়দ রাসেলের কোচ হওয়ার খবর।

গুঞ্জন নয়, আসলেই হতে যাচ্ছে তাই। বাংলাদেশের এক সময়কার নিয়মিত এ পেসারকে এবার দেখা যাবে বিপিএলে। তাও আবার কোচের ভূমিকায়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাঁহাতি এ পেসার।

বিপিএলের সপ্তম আসরে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বিপিএলে না খেলতে পারার জন্য বছরখানেক আগেই আক্ষেপ ঝরেছিল রাসেলের কণ্ঠে। অথচ এক বছর সময়ের ব্যবধানে সেই তিনিই থাকছেন বিপিএলে। তাও আবার কোচের ভূমিকায়।  এ যেন মেঘ না চাইতে বৃষ্টি!

এমন খবরে স্বস্তির ছাপ রাসেলের চোখেমুখে। তার ওপর ভরসা রাখার জন্য ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিনের প্রতি কৃতজ্ঞ রাসেল। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এ কোচকে এর জন্য ধন্যবাদও জানিয়েছেন ৩৫ বছর বয়সী সাবেক জাতীয় দলের এ পেসার।
    
প্রসঙ্গত, ৭ দলের অংশগ্রহণে ১১ই ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আয়োজিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় নতুন নামে অংশ নিচ্ছে সাতটি দল। ঢাকা প্লাটুন, সিলেট থান্ডার্স, রাজশাহী রয়্যালস, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রেঞ্জার ও কুমিল্লা ওয়ারিয়র্স নামে এবারের আসরে অংশ নিতে যাচ্ছে দলগুলো।