খেলাধুলা ২১ নভেম্বর, ২০১৯ ০২:০৬

আক্ষেপে পুড়ছেন টাইগার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক।।

সবসময় একটি বিষয় আন্তর্জাতিক ক্রিকেটে ভালোই পরিলক্ষিত হয়, আর সেটা হচ্ছে যেকোনো ক্রিকেট সফরে সফরকারী দল মূল সিরিজ শুরুর আগে একটি হলেও প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। কোনো নিয়ম না থাকলেও প্রচলন এমনটাই। অথচ ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেললেও বাংলাদেশ দুই ফরম্যাটের দুটি প্রস্তুতি ম্যাচ দূরে থাক, কোনো প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পায়নি।

গোলাপি বলের দিবারাত্রির টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ না থাকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইডেন টেস্টে খেলা হবে গোলাপি বলে, ফ্লাডলাইটের লয়- যার সাথে মোটেও টাইগারদের অভ্যস্ততা নেই। অন্তত এমন একটি ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলা উচিৎ ছিল বলে মনে করছেন অনেকে।

ভারতের ক্রিকেট বোর্ডের গড়া ঠাসা সূচির কারণে প্রস্তুতি ম্যাচের ঠাই কই! কোনোরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতা ছাড়াই তাই টাইগাররা গোলাপি বলে ইডেন টেস্ট খেলতে নামবে। বাংলাদেশ অধিনায়ক মমিনুলের কণ্ঠে তাই আক্ষেপ। তবে কিছু করার নেই বলে আপাতত মানসিক প্রস্তুতি আর কয়েক সেশনের অনুশীলনকেই মানছেন পূঁজি।

তিনি বলেন, ‘গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি। এখন তো এ নিয়ে কিছু করার নেই। আমাদের এখন এভাবে খেলার মনোভাবটাই রাখতে হবে। মাথায় রাখতে হবে- আমাকে এভাবে-ওভাবে খেলতে হবে।’

মানসিক প্রস্তুতির গুরুত্ব সর্বাধিক- মমিনুল তা মেনেও নিচ্ছেন। তাও তার মতে, গোলাপি বলের টেস্টের আগে অন্ততপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা উচিৎ, ‘আমি মনে করি ভালো খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াটাই জরুরী। তবে এও মনে করি, গোলাপি বলে খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলা উচিৎ ছিল।’

ইন্দোর টেস্ট তিন দিনে শেষ হওয়ায় প্রস্তুতির জন্য দুই দিন বাড়তি সময় পেয়েছে দল। তবে একে প্রাপ্তি বলার সুযোগ নেই। মমিনুল গত টেস্টের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভালো করতে চান ইডেন টেস্টে।

তিনি জানান, ‘ব্যক্তিগত ফলাফল নিয়ে আমি কখনো চিন্তা করি না। নিজের মত করে খেলার চেষ্টা করি। দলের সবাইও তাই করে। আগে ভালো হয়েছে নাকি খারাপ এটা কখনো চিন্তা করতে পারবেন না। খারাপ হোক বা ভালো- সেটা থেকে শিক্ষা নিতে হবে। গত ম্যাচের ভুলগুলো থেকে নেওয়া শিক্ষা আমরা এই ম্যাচে কাজে লাগাব।’

গোধূলিবেলা গোলাপি বল অন্যভস্ত খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সন্ধ্যার সময়টায় বাংলাদেশ অনুশীলনও করেছে মাত্র দুইবার। মুমিনুল এসব সীমাবদ্ধতা নিয়ে ভাবছেন কি না তা অজানা, তবে অসন্তুষ্টি প্রকাশে নারাজ।

টাইগার অধিনায়ক বলেন, ‘এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। ইন্দোরে অনুশীলন করেছি, আজও করব। আমার কাছে মনে হয় এটা মাথায় না আনলেই ভালো। দলের সবাই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ভালোই হবে।’