সারাদেশ ২১ নভেম্বর, ২০১৯ ০৩:১৭

সানি হত্যাকাণ্ড : দুই আসামির আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট ।।

চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজ এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে নিহত জাকির হোসেন সানি (১৭) হত্যা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুই আসামি হলেন- আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে এ দুই আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন বলেন, জাকির হোসেন সানি হত্যা মামলায় আসামি আনিসুর রহমান ও মো. মামুন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৬ আগস্ট নগরীর জাকির হোসেন সড়কের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। পরদিন সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঘটনার পর পুলিশ জানায়, নগরের ওমর গনি এমইএস কলেজ এলাকায় দুই ছাত্রলীগ নেতার রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের আগে আসামি আনিস ও তার অনুসারীদের সাথে সানিদের কথা কাটাকাটি এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।