অপরাধ ও দুর্নীতি ২২ নভেম্বর, ২০১৯ ০১:২০

সাতক্ষীরা সীমান্ত থেকে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ আটক

ডেস্ক রিপোর্ট ।।

সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা বিওপি এলাকা থেকে চার কেজি ৬৬৮ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার আটক করেছে সাতক্ষীরা বিজিবি-৩৩ এর টহল দল। যার আনুমানিক মূল্য কোটি আশি লাখ টাকা।

শুক্রবার (২২ নভেম্বর) এ স্বর্ণ আটক করা হয়।

সাতক্ষীরা বিজিবি-৩৩ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, দীর্ঘদিন ধরে হুন্ডি, মাদক চোরাচালান, স্বর্ণ ও রৌপ্য আটকের অভিযানের অংশ হিসেবে কাকডাংগা বিওপিতে কর্মরত হাবিলদার মো. নূরে আলমের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় এ স্বর্ণগুলো আটক করা হয়। আটককৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।