আন্তর্জাতিক ২৩ নভেম্বর, ২০১৯ ১০:১৬

এক সৌদি নারীর স্বপ্ন আজ বাস্তব

আন্তর্জাতিক ডেস্ক।।

২০১৮ সালের জুনের আগ পর্যন্ত রক্ষনশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। অর্থনৈতিক ও সামাজিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরিবর্তিত বাস্তবতায় রাজধানী রিয়াদের বাইরে দিরিয়ায় চলমান কার রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রিমা জুফালি।

কালো ও সবুজ রংয়ের বিদ্যুৎ-চালিত জাগুয়ার-আই পেস গাড়িতে বসে জুফালি বলেন, 'নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা গত বছর প্রত্যাহার করা হয়। আমি কখনও ভাবিনি পেশাদার রেসার হিসেবে গাড়ি চালানোর স্বপ্ন পূরণ হবে আমার।'

জেদ্দায় জন্ম নেওয়া জুফালির শিক্ষাজীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার গাড়ি চালানোর হাতে-খড়ি। শৈশবেই তিনি স্বপ্ন দেখতেন, একদিন রেসার হবেন। শুক্রবার (২২ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন তিনি। শনিবারও (২৩ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সৌদি আরবে রেসিংয়ে অংশ নিতে হলে এই অনুমতিপত্র বাধ্যতামূলক। জুফালিই একমাত্র নারী যিনি কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি পেয়েছেন। এই অসাধ্য সাধনের সুযোগ পেয়ে মহাখুশি তিনি। সংবাদমাধ্যমকে বলেছেন, 'অনেক নারীর হয়তো সুযোগ নেই গাড়ি চালানো শেখার। অনেকের কাছে গাড়ি চালানো খুবই ঝুঁকির কাজ। আর সৌদি আরবে এটিতো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর আমি সেটি এখন করছি। এটি খুবই আনন্দের ব্যাপার।'