খেলাধুলা ২৩ নভেম্বর, ২০১৯ ১০:৫৬

পাকিস্তানের কাছে পরাজয়ে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে গেছে। টানা চার জয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিল নাজমুল হোসেন শান্তর দল। 

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান জড়ো করে ৩০১ রান। ৩০২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত ৪৩.৩ ওভারে অলআউট হয় ২২৪ রানে। এতে পাকিস্তান পায় ৭৭ রানের জয়।

বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান। তবে সতীর্থদের সঙ্গ না পাওয়ায় এবং নিজেদের ইনিংস দীর্ঘায়িত করতে না পারায় তারা দলকে জয় এনে দিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া শান্ত ৪৬ ও মেহেদী ৪২ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাসনাইন তিনটি এবং খুশদিল শাহ্‌ ও সাইফ বদর দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান জড়ো করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান আসে রোহাইল নাজিরের ব্যাট থেকে। তার ইনিংসের শুরুতেই ক্যাচ মিস করার খেসারত গুণে বড় লক্ষ্যের চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ইয়াসির আলী মোট পাঁচটি ক্যাচ হাতছাড়া করেন পুরো ইনিংস জুড়ে।

এছাড়া ৬২ রান আসে ইমরান রফিকের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে রোহাইলের সাথে তিনি গড়েছিলেন ১১৭ রানের পার্টনারশিপ। শেষদিকে সাউদ শাকিলের ৪২ রান ও খুশদিল শাহ্‌র ২৭ রানে পাকিস্তান পায় লড়াকু পূঁজি। বাংলাদেশের পক্ষে সুমন খান তিনটি, হাসান মাহমুদ দুটি ও মেহেদী হাসান একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর 

টস: বাংলাদেশ

পাকিস্তান ৩০১/৬ (৫০ ওভার)
রোহাইল ১১৩, রফিক ৬২, শাকিল ৪২, খুশদিল ২৭
সুমন ১০-০-৭৫-৩, হাসান ১০-১-৫২-২,  মেহেদী ১০-১-৩৯-১

বাংলাদেশ ২২৪ (৪৩.৩ ওভার)
সৌম্য ১৫, নাইম ১৬, শান্ত ৪৬, ইয়াসির ২২, আফিফ ৪৯, জাকির ৯, অঙ্কন ৫, মেহেদী ৪২
হাসনাইন ৮.৩-০-৩২-৩, বদর ৬-০-২৭-২

ফল: পাকিস্তান ৭৭ রানে জয়ী।