খেলাধুলা ২৩ নভেম্বর, ২০১৯ ১১:০৪

তাইজুলের অসাধারণ ক্যাচে সাজঘরে কোহলি

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে ইডেনের দিবা-রাত্রি টেস্টে লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত। প্রথম ইনিংসে এখন পর্যন্ত স্বাগতিকদের স্কোর ৬ উইকেটে ৩২৮ রান, লিড ২২৩ রানের।

দেখার মতো এক ক্যাচ নিলেন তাইজুল ইসলাম। চমৎকার ক্যাচের আনন্দটা আরও বেশি হয়েছে তার উইকেটটি বিরাট কোহলির হওয়ায়। সেঞ্চুরিয়ান ভারতীয় অধিনায়কের উইকেটে বোলার এবাদত হোসেনের চেয়ে তাইজুলের অবদানই তো বেশি!

সেঞ্চুরি পূরণের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কোহলি। লাঞ্চের আগে আবু জায়েদ রাহীকে টানা চারটি বাউন্ডারি মেরেছিলেন অধিনায়ক হিসেবে ২০তম সেঞ্চুরি পূরণ করা এই ব্যাটসম্যান। অবশেষে তাকে থামালেন এবাদত। ‍এই পেসারের লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল ‘ফ্লিক’ করে স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন কোহলি। ব্যাট-বলে ঠিকঠাক হলেও উড়ন্ত তাইজুলে বিদায় নিতে হয়েছে ভারতীয় অধিনায়ককে।

বাঁহাতি এই স্পিনার অনেকটা লাফিয়ে পেছন দিকে শূন্যে ভেসে তালুবন্দী করেছেন বল। তার দুর্দান্ত ক্যাচে ১৩৬ রানে থামতে হয় কোহলিকে। ১৯৪ বলের ইনিংসটি ভারতীয় ব্যাটসম্যান সাজিয়েছেন ১৮ বাউন্ডারিতে।