অপরাধ ও দুর্নীতি ২৩ নভেম্বর, ২০১৯ ১২:৫৪

এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মারামারি

ডেস্ক রিপোর্ট ।।

বগুড়ার ধুুুুনট উপজেলায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।  পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা ওই নারীসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

অষ্টাদশী ওই নারীর স্বামী বলে দাবি করা দুই যুবক হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২৬) ও একই ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে কাজল মিয়া (২২)।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে জুয়েল রানার সঙ্গে পারিবারিক সম্মতিতে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর এক মাস ঘর-সংসার করে বাবার বাড়ি বেড়াতে যায় সে। এরপর সে আর স্বামীর বাড়িতে ফেরেনি। বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয় জুয়েল রানা।

এদিকে শুক্রবার বিকেলে ওই নারীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কাজল মিয়ার সঙ্গে দেখতে পেয়ে এগিয়ে যান জুয়েল রানা। এ সময় ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে তিনি কাজলকে মারপিট করতে থাকেন। তখন কাজলও পাল্টা জুয়েলকে মারপিট করে। এসময় স্থানীয় লোকজন তাদের দু’জনকেই আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকেও তাদের হেফাজতে নেয়।

পুলিশ হেফাজতে থাকা ওই নারী জানান,  প্রায় ২ মাস আগে তার মতের বিরুদ্ধে জুয়েলের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। কিন্তু জুয়েলকে পছন্দ না হওয়ায় এক মাস আগে বাবার বাড়ি ফিরে কাউকে না জানিয়ে গোপনে কাজলকে বিয়ে করেন। তবে জুয়েল রানার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। এবং কাজলের সঙ্গেই সংসার করতে চান বলেও জানান তিনি।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, দুই যুবক নিজেদের একই নারীর স্বামী দাবি করে মারামারি করায় তাদেরকে ও এক নারীকে থানা হেফাজত রাখা হয়েছে। সকলের পরিবারের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। তারা থানায় আসার পর আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।