বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৪ নভেম্বর, ২০১৯ ০৩:২৫

অল্প দামে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

প্রযুক্তি ডেস্ক ।। 

মোবাইল প্রেমীদের কাছে vivo খুব দ্রুত নিজেদের জায়গা করে নিয়েছে। কেননা আজকাল অধিকাংশ ক্রেতারা অল্প দামে একটু ভাল ফিচার যুক্ত ফোনের খোঁজ করেন। আর সেই দাবি মেটানোর জন্য vivo বারবার নতুন ধরণের ফোন ক্রেতাদের জন্য নিয়ে এসেছিল।

আর এবারে তারা ক্রেতাদের জন্য নিয়ে এসেছে vivou20। আর এবারেও তারা নিয়ে এসেছ অল্প দামে। প্রতিবার তাদের ফোন বাজারে আসার পরে বোঝা যায় যে অধিকাংশ মধ্যবিত্ত ক্রেতাদের কথা ভেবে নতুন সুবিধা যুক্ত ফোন বাজারে আনে। আর এবারের এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি। এছাড়াও রয়েছে অক্টা কোর প্রসেসর। রয়েছে আরও অত্যাধুনিক সুবিধা।

বাজারে vivo u20 ৪ জিবি+৬৪ জিবি মেমোরি যুক্ত ফোনের ক্ষেত্রে দাম করা হয়েছে মাত্র ১০,৯৯০ টাকা। আর একটু বেশী মেমোরি যুক্ত ফোন অর্থাৎ ৬ জিবি+৬৪ জিবি মডেলের ক্ষেত্রে দাম করা হয়েছে মাত্র ১১,৯৯০ টাকা। দুটি আকর্ষণীয় রংয়ে এই ফোন বাজারে এসেছে। দুটি ঝাঁ চকচকে রংয়ে ফোন বাজারে আসার ফলে ক্রেতাদের কাছে তা আকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে বলে জানাচ্ছে কতৃপক্ষ। আগামী ২৮ নভেম্বর দুপুর ১২ টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। পাওয়া যাবে আমাজন এবং ভিভো সাইটে। এছাড়াও ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআইয়ের সুবিধাও পাবে ক্রেতারা।

এই ফোনে রয়েছে ডুয়েল সিমের সুবিধা। এছাড়াও রয়েছে ডুয়েল সিমের সুবিধা৷ এছাড়াও এই ফোনে ক্রেতারা পাবে অ্যান্ড্রয়েড পাই। এতে থাকছে ৬.৫৩ ইঞ্চি স্ক্রিন। রয়েছে ঝাঁ চকচকে লুক। এতে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এসওসি। এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সুবিধা। রয়েছে দ্রুত চার্জের সুবিধা। অর্থাৎ অল্প দামে যে কোন ক্রেতার সব ধরণের আশা মেটানোর জন্য প্রস্তুত এই ফোন।