অপরাধ ও দুর্নীতি ২৪ নভেম্বর, ২০১৯ ১০:১৭

রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।।

রাজধানীর শেরেবাংলা নগরের আমরিরটেক বস্তি থেকে রেহানা (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী ইসমাইলকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রেহানার বাড়ি ভোলা সদর থানায়। তিনি মৃত নূর ইসলামের মেয়ে।

নিহতের ছেলে হাসান জানান, আমরা দুই ভাই ও এক বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা রিকশা চালান আর আমি চটপটির দোকানে কাজ করি। রাতে বাসায় এসে ঘুমাতে যাব-এমন সময় বাবা আমাকে গালিগালাজ করে। এতে মা প্রতিবাদ করলে তিনি মাকে বলেন, ‘তোকেও শেষ করব তোর ছেলেকেও।’ এরপর বাবা মার নাকে ঘুষি মারলে নাক ফেটে যায়। রাত প্রায় ১১টার দিকে মা বাইরে গিয়ে আবার চলে আসেন। এসময় তিনি আমাকে বলেন, তিনি মারা গেলে যেন তার মুখ কাউকে না দেখাই। পরে আমরা সবাই ঘুমায় পড়ি। সকালে ছোট ভাই হোসেন ঘুম থেকে উঠে মাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে। পরে বাবা লাশ নামায়।

নিহতের ননদ কোহিনুর বেগম বলেন, “সকালে আমি গার্মেন্টসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখন আমার ভাতিজা হোসেন আমাকে জানায়, তার মা গলায় ফাঁস দিছে। এ কথা শুনে রেহানার বাসার যাওয়ার পথে ভাইয়ের (ইসমাইল) সঙ্গে দেখা হয়। কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তোর কোন কাজ নাই, তুই চলে যা।’ এ কথা বলে তিনি চলে যান। পরে আমি বাসায় যেয়ে দেখি ভাবির লাশ নিচে পড়ে আছে। আমি আর ভেতরে ঢুকিনি। ভাবির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি আরও বলেন, ‘আমার ভাই নোয়াখালী আরেকটা বিয়ে করেছেন। সেখানে একটা মেয়ে আছে। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।’

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান কবির বলেন, ‘আজ সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে আমরিরটেক বস্তিতে যেয়ে লাশ পাই। পরে সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। গোপন সংবাদের ভিত্তিতে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের ছেলে জানিয়েছেন, রাতে তার মাকে তার বাবা মারধর করেন।’

তিনি বলেন, ‘মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’