আন্তর্জাতিক ২৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৫

ইংল্যান্ডকে চেগোস দ্বীপপুঞ্জ ফেরত দিতে বলল আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক।।

চেগোস দ্বীপপুঞ্জ থেকে সেনা প্রত্যাহার করে আফ্রিকার কাছে হস্তান্তর করার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। দ্বীপপুঞ্জটিকে হস্তান্তর করার জন্য জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ার পর আফ্রিকান ইউনিয়ন এই আহ্বান জানালো।

আফ্রিকার দেশগুলোর এ জোট বলেছে, দ্বীপপুঞ্জের উপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রত্যাহার করে একে মরিশাসের কাছে হস্তান্তর না করা জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গত মে মাসে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছিল যাতে বলা হয় চেগোস দ্বীপপুঞ্জ থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে হবে এবং একে মরিশাসের কাছে হস্তান্তর করতে হবে।

ভারত মহাসাগরে অবস্থিত এ দ্বীপটি মূলত মরিশাসের অন্তর্ভুক্ত এবং সেখানে আমেরিকার একটি বিমান ঘাঁটি রয়েছে। এ দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত অন্যতম প্রধান দ্বীপ হচ্ছে দিয়াগো গার্সিয়া।

জাতিসংঘ সেসময় ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাস করে ব্রিটেনকে ছয় মাসের সময় দিয়েছিল। এ ছয় মাসের মধ্যে এই দ্বীপপুঞ্জ থেকে ব্রিটিশ আধিপত্যের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। সে অনুসারে গতকাল ২২ নভেম্বর জাতিসংঘের দেয়া ছয় মাসের সময়সীমা শেষ হয়েছে।

১৯৬৮ সালে মরিশাসকে স্বাধীনতা দেয়ার তিন বছর আগে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে চেগোসকে আলাদা করে ফেলে ব্রিটেন এবং সেখানে উপনিবেশ তৈরি করে। অথচ ১৯৬০ সালে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবে এ দ্বীপকে বিভক্ত করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ব্রিটেন সে প্রস্তাব লংঘন করে দ্বীপপুঞ্জকে বিভক্ত করে এবং সেখানকার ১,৫০০ অধিবাসীকে বহিষ্কার করে। এরপর এটিকে আমেরিকার কাছে লিজ দেয় ব্রিটিশ সরকার।

সূত্র: পার্সটুডে