আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০১৯ ০৪:২৪

গ্রেনেড হামলায় বিধ্বস্ত ‘কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে’ নিহত ২ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। 

ফের ভয়াবহ জঙ্গিবাদের কবলে পড়েছে ভারতের ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীর। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত ‘কাশ্মীর বিশ্ববিদ্যালয়’ প্রাঙ্গণে শক্তিশালী গ্রেনেড ছুড়ে মারল সন্ত্রাসবাদীরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির স্যার সৈয়দ প্রবেশদ্বারের সামনে এই গ্রেনেড হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে দাঁড়িয়ে ছিলেন। 

হামলায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া কে বা কারা এই হামলাটি চালিয়েছে তাদের সন্ধানে গোটা শহরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

 বিশ্লেষকদের মতে, ভয়াবহ এই হামলার মাত্র একদিন আগেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়, রাজ্যে জঙ্গি হামলার ঝুঁকি বাড়ায় বাসিন্দারা যেন যত্রতত্র ঘুরাঘুরি না করেন। মূলত সেই নির্দেশিকা জারির পরপরই বিশ্ববিদ্যালয়টিতে হামলাটি চালানো হলো।