খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ১২:৫২

আইপিএলে ভালো খেললে তবেই ধোনি বিশ্বকাপ খেলতে পারবে: শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক।। 

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী আসন্ন আইপিএলে গুরুত্বের সঙ্গে খেলতে জাতীয় দলের সকল খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন। সাথে এটাও বলেছেন, সেখানে ভালো খেললে তবেই জায়গা মিলবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপে। একই কথা প্রযোজ্য সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্যও।

ওয়ানডে বিশ্বকাপে সেমিতে হেরে বাদ পড়ার পর জাতীয় দল থেকে দূরে আছেন ধোনি। ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আবার কবে খেলবেন ভারতের হয়ে নাকি বিশ্বকাপেই তার শেষ ম্যাচ গেছে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত।

খেলার বিষয়টি ধোনির উপরই ছেড়ে দিয়েছেন শাস্ত্রী। তবে শর্ত বেধে দিয়েছেন আসছে বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে অবশ্যই ভালো করতে হবে আইপিএলে, ‘সবকিছু নির্ভর করছে ধোনি কবে খেলা শুরু করবে আর আইপিএলে কেমন খেলবে। অন্য খেলোয়াড়রা উইকেটরক্ষক হিসেবে কেমন করছে বা তাদের ফর্মটাও দেখতে হবে। আইপিএলের ফর্মটা এখানে বিশেষ বিবেচ্য কারণ এখান থেকেই বিশ্বকাপের ১৫ খেলোয়াড় ঠিক করা হবে।’

ধোনির জায়গায় রিশভ পান্টকে গড়ে তোলা হচ্ছে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে। বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলার পরই সৈয়দ মোস্তাক আলি ট্রফি খেলার জন্য ছেড়ে দেয়া হয় পান্টকে।

ধোনি যে এখনো জাতীয় দলে খেলার আশা ছাড়েননি তার প্রমাণ পাওয়া গেছে ঝাড়খণ্ডে। সেখানে স্থানীয় এক ক্লাবে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে তাকে। তবে মুখ ফুটে জাতীয় দলে খেলার কোনো ইচ্ছা নিজ থেকে জানাননি ভারতকে ২০০৭ টি-টুয়েন্টি ও ২০১১ বিশ্বকাপ জেতানো অধিনায়ক।