খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ০১:১৮

ইব্রাহিমোভিচ যখন ক্লাবের মালিক!

স্পোর্টস ডেস্ক।। 

বুধবার (২৭ নভেম্বর) সুইডিশ ক্লাব হ্যামারবাই আউটফিট এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ক্লাবটির একটি অংশের মালিকানায় থাকছে জ্লাতান ইব্রাহিমোভিচের নাম। তবে কীভাবে, কত অংশের মালিক হয়েছেন সুইডেনের সাবেক ফরোয়ার্ড তা খোলাসা করেনি কর্তৃপক্ষ।

ইব্রাহিমোভিচ এর আগে ক্লাবের লোগো লাগানো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যা দেখে ভক্তরা মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস ছেড়ে আবারও হয়ত নিজ দেশে খেলতে আসছেন ইব্রা। তিনি ফিরছেন ঠিকই, তবে খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের মালিক হয়ে।

হ্যামারবাইয়ের কত শেয়ারের মালিক হচ্ছেন ইব্রাহিমোভিচ তা এখনই জানাতে রাজি নয় ক্লাবটি। মালিকানা হস্তান্তর এখনো প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়েছে। ইব্রা মালিক হওয়ায় বড় রকমের সাফল্যের আশায় আছে দলটি। আশা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলারও।

‘চুক্তিটি আমাদের জন্য এখনো নতুন, তবে অবশ্যই রোমাঞ্চকর। একদম ঠিকসময়ে হয়েছে চুক্তি। আমরা শেষ কয়েকবছরে বেশ উন্নতি করেছি এবং আগামী বছরেই ইউরোপে খেলবো আশা করি।’ ক্লাবটির চেয়ারম্যান রিচার্ড ফন ইয়ক্সকুলের প্রত্যাশা এমনই।