সারাদেশ ২৯ নভেম্বর, ২০১৯ ০৫:২৭

কুড়িগ্রামে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক পর্যালোচনাসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি ।।

কুড়িগ্রামে মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে পর্যালোচনা সভায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বেসরকারি সংগঠন ও সাংবাদিকগণ অংশগ্রহনকরেন।

পর্যালোচনা সভার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান। বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপপরিচালক রোকনুল ইসলাম. যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কেএম আব্দুল মতিন বিসিকের মো: জাহাঙ্গীর আলম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, আরডিআরএস’র প্রজেক্ট ম্যানেজার খাইরুল ইসলাম, ফোকাল পারসন তপন কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পারসনস প্রকল্পের আওতায় ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলায় কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। কার্যক্রম বাস্তবায়নে জেলা রেফারেল ডাইরেক্টরী গঠন করা হয়।