খেলাধুলা ২৯ নভেম্বর, ২০১৯ ১১:২১

এবার সমালোচনার তীরে বিদ্ধ বিসিসিআই প্রধান

স্পোর্টস ডেস্ক।।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানের আসনে বসেই বেশ প্রশংসা কুড়িয়েছেন। ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি সফলভাবে আতিথেয়তা দিয়েছেন বাংলাদেশকে। দিবারাত্রির টেস্ট আয়োজন করে দর্শকদের করেছেন টেস্ট-মুখী। তবে এবার সমালোচনার তীরেও বিদ্ধ হতে হচ্ছে সৌরভকে, সেটি বোর্ডের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে।

ভারতের বেশ কয়েকজন প্রবীণ স্কোরার তাদের চাকরি হারিয়েছেন। তাও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। ভারতে ক্রিকেটকে বলা হয় আরেক ধর্ম। ক্রিকেটের জনপ্রিয়তা বোঝা যায় এর সাথে জড়িত প্রবীণদের উপস্থিতি দেখে।

ভারতের বিভিন্ন ভেন্যুতে দায়িত্ব পালন করা স্কোরারদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। কিন্তু ৬০ বছর পূর্ণ করা স্কোরারদের হুট করেই অবসরে পাঠিয়েছে বিসিসিআই। যদিও কাজ থেকে অবসর নেওয়ার জন্য বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের।

চাকরি হারানো স্কোরারদের অভিযোগ, বোর্ড যথাযথ নিয়ম মেনে তাদের অবসরে পাঠাচ্ছে না। এমনকি নিজেদের চাকরি শেষ হওয়ার ক্ষেত্রে কোনো সময়ও বেঁধে দেওয়া হয়নি তাদের। হুট করে জানানো হয়েছে- আর কাজ করতে হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বয়োজ্যেষ্ঠ স্কোরাররা।

যেসব স্কোরারকে অবসরে পাঠানো হচ্ছে, তাদের অন্তত চলতি মৌসুমে দায়িত্ব পালন করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও এখন পর্যন্ত দাবির প্রেক্ষিতে বিসিসিআই নিশ্চুপ। স্কোরাররা সৌরভের কাছে চিঠিও দিয়েছেন।

তাদের ভাষ্য- আম্পায়ারদের মত স্কোরারদের শারীরিক ফিটনেসের প্রয়োজন নেই। ক্রিকেটকে ভালোবেসেই গুরুত্বপূর্ণ এই কাজ করে যাচ্ছিলেন তারা। তাই বিনা নোটিশে এভাবে চাকরি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত মেনে নেওয়া যাচ্ছে না। ক্রিকেট খেলায় স্কোরারদের ভূমিকা বেশ গুরুত্ববহ। ম্যাচের খুঁটিনাটি সব তারাই টুকে রাখেন, সরবরাহ করেন।