খেলাধুলা ৩০ নভেম্বর, ২০১৯ ০১:৩৬

অ্যাডিলেডে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক।।

স্বাগতিক অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চাপা পড়ে অ্যাডিলেড টেস্টে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০০ পেরোনোর আগেই ৬ উইকেট হারিয়েছে তারা। আজহার আলীরা এখনো ৪৯৩ রান পিছিয়ে আছে।

দিবারাত্রির এ টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে আগের দিনের দুই অপরাজিত সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লেবুশেইনি। এ দিন স্কোরবোর্ডে আরও ৬৮ রান যোগ করে ভাঙে এ জুটি। দলীয় ৩৬৯ রানে ১৬২ রান করে আউট হন লেবুশেইনি। তবে দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রাখেন  ওয়ার্নার তুলে নেন ত্রিপল সেঞ্চুরি। ৩ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার অপরাজিত থাকেন ৩৩৫ রানে। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেটই শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। 

জবাবে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় তিন রানেই আউট হন ইমাম উল হক। স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমাম। এরপর দলীয় ২২ রানে পাক শিবিরে আবারও আঘাত হানেন প্যাট কামিন্স। অধিনায়ক আজহার আলীকে প্যাভিলিয়নে ফেরান তিনি। 

এরপর ৩৮ রানে শান মাসুদকে আউট করেন হ্যাজেলউড। স্কোরবোর্ডে ৮৯ রান তুলতেই আরও তিন উইকেট হারায় পাকিস্তান। তিনটি উইকেটই শিকার করেন স্টার্ক। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৯৬ রান। বাকিদের আসা যাওয়ার মিছিলে দাঁড়িয়ে একা লড়ে যাচ্ছেন বাবর আজম। তিনি অপরাজিত আছেন ৪৩ রানে। ফলোআন এড়াতে ইয়াসির শাহকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন বাবর।