জাতীয় ১ ডিসেম্বর, ২০১৯ ০৪:২৭

শুরু হলো বিজয়ের মাস

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ট্রতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক,ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ই ডিসেম্বর অর্জিত হয়। 

ডিসেম্বর ১৯৭১। এক দিকে বিজয়ের উল্লাস, অন্যদিকে স্বজন হারানোর বেদনা। পাকিস্তানের স্বৈরশাসন থেকে মুক্ত হওয়া গৌরবের এ মাস। বাঙালির এই মহান বিজয়ে, অর্জনে যেমন আজো শিহরিত হয় তরুণ প্রজন্ম, তেমনি এর স্মৃতিচারণেও বারবার দেশের প্রতি নিজের মমতা এবং কর্তব্যের কথাই স্মরণ করেন এ মুক্তির আন্দোলনে অংশ নেয়া যোদ্ধারা।

১৯৭১। বিজয়ের মাস ডিসেম্বর। মার্চ থেকে শৃঙখল মুক্তির ডাক। ডিসেম্বরে পরিনতি পেলেও এর শুরুটা নভেম্বর থেকেই।

৭১ এর এই দিনে মুক্তিবাহিনীর প্রতিরোধে সিলেটের বেশ কয়েকটি এলাকায় নাজেহাল হয় দখলদার পাকিস্তানিরা। মুক্তিবাহিনী সিলেটের শমসেরনগরে আক্রমণ চালিয়ে টেংরা ও দুয়ারাবাজার শত্রুমুক্ত করে।  

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেরিলা সন্দেহে বুড়িগঙ্গা তীরের জিঞ্জিরার অনেক যুবককে সারিবদ্ধভাবে দাড় করিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর পাশের গ্রামটিতে অন্তত ৮৭ জনকে হত্যা করে পাকিস্তান বাহিনী।  

এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। 

এত বছর পরে মুক্তিযুদ্ধের সেই দিনের ইতিহাস শিহরিত করে তরুণ প্রজন্মকে। ৭১এর সংগ্রাম আর বিজয়ের চেতনা বুকে নিয়েই  এগিয়ে যেতে চান তারা।