অর্থ ও বাণিজ্য ১ ডিসেম্বর, ২০১৯ ০৫:০৮

পেঁয়াজ বিক্রি হচ্ছে আমদানির ৪ গুণ বেশি দামে

ডেস্ক রিপোর্ট।। 

প্রতিকেজি পেঁয়াজের আমদানিমূল্য ৪২ টাকা। অথচ খুচরাবাজারে বিক্রি হচ্ছে প্রায় চারগুণ দামে। এমন অস্বাভাবিক মুনাফাকে অনৈতিক বলছেন ব্যবসায়ীরাই। বিশ্লেষকেরা জানান, সর্বোচ্চ মুনাফার কোন বিধান না থাকায় সরবরাহ সংকটের অপব্যবহার করেন অনেকেই।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাবে, এ মাসের সাতাশ দিনে মিয়ানমার, মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে এসেছে মোট ২৭ হাজার ৩১৪ টন পেঁয়াজ। যার দাম একশ ১৪ কোটি টাকা। অর্থাৎ কেজি প্রতি দাম পড়েছে ৪২ টাকা। অথচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে একশ ৮০ টাকায়।

প্রশ্ন উঠেছে, ব্যবসায়ীদের কত লাভ করা যৌক্তিক? বিশ্লেষকরা বলছেন, আইনে এর কোন উত্তর নেই।

শুধু পেঁয়াজই নয়, প্রায়শই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় অনেক নিত্যপণ্যের দাম। মুক্তবাজার ব্যবস্থার কারণে সরকার পণ্যের দাম নির্ধারণ করে দেয় না ঠিকই। কিন্তু দাম কমাতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি, নজরদারি বাড়ানোসহ নানা পদক্ষেপ নেয়।

তাই বিশ্লেষকেরা বলছেন, ভোক্তার স্বার্থে নিত্যপণ্যের মুনাফার সীমা কত হবে সে ব্যাপারে আইন থাকা উচিৎ।