অপরাধ ও দুর্নীতি ২ ডিসেম্বর, ২০১৯ ০৬:২৭

বিয়ের ১০ মাসের মাথায় ভাড়া বাসায় মিলল স্ত্রীর লাশ, স্বামী পলাতক

ডেস্ক রিপোর্ট ।।

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি কলোনির ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২০ বছর বয়সী ওই নারী নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঝাউতলা ডিজেল কলোনির আবুল কাশেমের ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, ওই নারীকে হাত বাঁধা ও গলায় তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

নিহত নারীর নাম রোজী আক্তার (২০)। তিনি খুলশী ঝাউতলা এলাকায় বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। তার স্বামী রেজাউল করিমও (২৮) একই প্রতিষ্ঠানে প্রহরী হিসেবে কর্মরত আছেন। তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আবুল মনসুরের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গত ফেব্রুয়ারি মাসে রেজাউল ও রোজীর বিয়ে হয়। দুজনই বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। গত মার্চে ঝাউতলা ডিজেল কলোনির আবুল কাশেমের কাছ থেকে ওই বাসা ভাড়া নেন। বিয়ের মাত্র দশ মাসের মাথায় নিজ বাসাতে রোজীর মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার পর তার স্বামীকে পাওয়া যাচ্ছে না।

ওসি আরও বলেন, ‘পাশেই রোজীর আপন বোনের বাসা। আমরা তার কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। রোজীকে হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। তার মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অকথ্য নির্যাতন করেই রোজীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’