কৃষি ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৮

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ বগুড়ায়

বাসস:

বোরোতে ভালো দাম না পাওয়ায় আমন চাষে ঝুঁকেছে বগুড়ার কৃষকেরা। এবার কৃষি বিভাগের দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে। আমন মৌসুমে খরার কবলে পড়তে হয়নি কৃষকে। এ কারণে বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশাবাদি কৃষি কর্মকর্তারা।

জেলায় এবার ১ লাখ ৭৩ হাজার ৭৩৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ পরিমান জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে (চাল আকারে) ৫ লাখ ৬১ হাজার ৪৮৫ মেট্রিকটন। কিন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক দুলাল হোসেন জানান, জেলায় আমন ধান এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। তিনি বলেন বোরোতে ভালো দাম ভালো পাওয়া। এবার আমন ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ করেছে। তবে এতে আমনের উৎপাদন ব্যাহত হবে না বলে ও জানান তিনি।