খেলাধুলা ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০৪

কোম্যানের সিদ্ধান্তে ক্লাব ছাড়েনি সুয়ারেজ

  

লুইস সুয়ারেজের ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে নতুন কোচ রোনাল্ড কোম্যান বার্সেলোনায় পা রাখার পরই। অবশেষে সেই গুঞ্জন সত্যিতে রূপ নিয়েছে। ছয় বছরের সম্পর্ক ভেঙে বার্সা ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন সুয়ারেজ।

 

 উরুগুয়ে তারকার চলে যাওয়ার জন্য অনেকে কোম্যানকে দায়ী করছেন।ব্যাপারটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডাচ কোচ। জানালেন, তাঁর একার সিদ্ধান্তে ক্লাব ছাড়েনি সুয়ারেজ।

এক সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘অনেকের ধারণা, এসব কিছুর মূলে আমি; কিন্তু তা ঠিক নয়। তাকে (সুয়ারেজ) আমি সম্মান দেখিয়েছি। আমি তাকে বলেছিলাম, সম্ভবত সে অনেক মিনিট খেলার সুযোগ পাবে না। তবে সে থাকলে তার ওপর আমি আস্থা রাখতাম। এটা কেবল আমার সিদ্ধান্ত ছিল না, ক্লাবেরও সিদ্ধান্ত ছিল। অনেক তরুণ খেলোয়াড় আছে, যাদের দলে জায়গা পাওয়ার সুযোগ আছে এবং এটাই ফুটবল। লুইস ও আমি এখনো একে অপরকে সম্মান করি। সে চলে গেছে, আমি তার মঙ্গল কামনা করি।’

পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে মনে করেন ডাচ কোচ।

কোম্যান বলেন, ‘বন্ধু ক্লাব ছেড়ে চলে যাওয়ায় সে কষ্ট পেয়েছে, এটাই স্বাভাবিক। তারা অনেক বছর একসঙ্গে খেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে অনুশীলন করছে এবং খেলছে। সে সবার জন্য উদাহরণ। তার মন খারাপ, তবে ফেরার পর সে প্রচুর উৎসাহ দেখিয়েছে। সে মাঠেও তাই দেখাবে আশা করি।’

গত ছয় বছর লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন লিওনেল মেসি। এ জুটিতে ভর করে অনেক শিরোপা এসেছে বার্সা শিবিরে। এত বছর পর প্রিয় বন্ধু চলে যাওয়ায় মন খারাপ মেসির। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা। মেসির মন খারাপের বিষয়টি বুঝতে পেরেছেন কোম্যান। তবে এটা তাঁর

এর আগে সুয়ারেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘আমি ভাবছিলাম তোমাকে ছাড়া ড্রেসিংরুম কেমন হবে। কিন্তু যখন আমি আজ ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে।

এরপর ক্লাবের প্রতি হতাশা প্রকাশ করে মেসি লিখেছেন, ‘যেমনটা তারা তোমার সঙ্গে করল, এভাবে বের করে দেওয়া তোমার প্রাপ্য ছিল না। তবে সত্যি কথা বলতে, বর্তমান পরিস্থিতিতে ক্লাবের কোনো কিছুতে আমি আর অবাক হই না।’