শিক্ষা ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৮:০০

৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ 

করোনা মহামারির কারনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটিসহ শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, সংবাদ সম্মেলনটি ভার্চ্যুয়ালি হবে।

এর আগে বাংলাদেশে মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়, ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। তারপর কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

যার ফলে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়। এছাড়া এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতসহ দেশে সব রকম শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।