আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৯

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটক ডাউনলোডে নিষেধাজ্ঞা সামিয়ক স্থগিত করলেন ওয়াশিংটন ডিসির এক বিচারক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অ্যাপল ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে টিকটক ডাউনলোড সুবিধা বন্ধ করতে নির্দেশ দিয়েছিল।

ওই আদেশ গতকাল রোববার রাত ১২টা থেকে কার্যকর করার কথা ছিল। ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলাস স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তা স্থগিত করে দেন। এর ফলে টিকটক ডাউনলোড আর অ্যাপ আপডেট পেতে আর সমস্যা হবে না।

৯০ মিনিটের শুনানির পর ওই রায়ে সন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ।

বিবিসির এক খবরে আজ সোমবার এসব কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে আগে থেকে যাঁরা টিকটক ব্যবহার করছেন, তাঁদের ক্ষেত্রে অ্যাপটি ব্যবহারে কোনো বাধা ছিল না। মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞায় নতুন করে ডাউনলোড এবং কেউ একবার অ্যাপটি আনইনস্টল করলে পুনরায় ডাউনলোড বন্ধ রাখার কথা বলা হয়েছিল। বিচারকের নতুন আদেশ অনুযায়ী এখন আপাতত কোনো বাধা থাকছে না।