সারাদেশ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৭

নীলফামারীতে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নদীতে গোসল করতে নেমে নীলফামারীর ডোমারে রাবেয়া খাতুন (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। রাবেয়া খাতুন ওই গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে এবং সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহতের দাদা মাহাতাব উদ্দিন জানান, দুপুরে নাতনি রাবেয়াসহ আরো কয়েকটি শিশু বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে। কিন্তু রাবেয়া সাঁতার জানতো না। একপর্যায়ে সে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে থেকে আধাকিলোমটার অদূরে খানাবাড়ি ঈদগাহ ময়দান সংলগ্ন নদীর বাঁকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ব্যাপারটি  নিশ্চিত করে বলেন মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন তবে এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।