সারাদেশ ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২০

পলাশবাড়ীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে প্লাবিত

তীব্র স্রোতের কারণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টোংড়ারদহ এলাকায় বাঁধটির প্রায় ৩০ মিটার (৬০ হাত) অংশ ধসে যায়।

কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে করতোয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে পানির তীব্র স্রোতের কারণে টোংড়ারদহ এলাকায় বাঁধটির প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত  হয়েছে। এর মধ্যে কিশোরগাড়ী, বড়শিমুলতলা, কাশিয়াবাড়ী, চকবালা, সগুনা, কেশবপুর গ্রাম উল্লেখযোগ্য।

এদিকে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, সোমবার করতোয়া নদীর পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে।