আন্তর্জাতিক ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৭

নতুন এক চীনা ভাইরাসের উপদ্রবের আশঙ্কা

করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন নাজেহাল তারমধ্যে চীন থেকে নতুন আরেকটি ভাইরাসের উৎপত্তির কথা বলা হচ্ছে। যা ভারতের জন্য ভয়াবহ হতে পারে বলে ও আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি আইসিএমআর-এ একটি সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে, ৮৮৩ জনের শরীরে অ্যান্টিবডি রয়েছে। অর্থাৎ তারা কখনও না কখনও আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে।

আর্থ্রোপড বাহিত ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে পাওয়া গিয়েছে  শুকর ও কিউলেক্স মশার দেহে এটি পাওয়া যায়। এই ভাইরাসটি যে মশার মাধ্যমে ছড়ায় সেই মশার উপস্থিতি ভারতে রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ গবেষকরা বলছেন, ভারতে তারা আরেকটি চীনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস শনাক্ত করেছে। এটি ভারতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে ভারতে দুজনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছিল। কর্ণাটকে এই দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।