আন্তর্জাতিক ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৪৩

মারা গেছেন কুয়েতের আমির আল-সাবাহ

চলে গেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলা হয়। সে হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪০ বছর তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে থেকে মৃত্যু পর্যন্ত তিনি কুয়েতের আমিরের দায়িত্ব পালন করেন।  

২০২০ সালের জুলাই মাসে চিকিৎসার জন্য শেখ সাবাহকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মার্কিন এয়ার ফোর্স সি- বিমানে করে তাকে কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রচেস্টারের মায়ো ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। 

এর আগে ২০০২ সালে আমিরের অ্যাপেন্ডিকস অপসারণ করা হয়। দুবছর পরে তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে আমিরের মুত্রনালীতে অস্ত্রোপচার করা হয়।

সূত্র – আলজাজিরা