রাজনীতি ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৫:২৯

আইসিইউতে সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব মো. খায়রুল বাশার।  

খায়রুল বাশার বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত ৯টার দিকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ারের আইসোলেশন বিভাগের আইসিইউতে রয়েছেন।

উল্লেখ্য, আবুল হাসনাত আবদুল্লাহ গত সপ্তম সংসদে জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তার বড় ছেলে সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আছেন।

এর আগে গত জুন মাসে মৃত্যুবরণ করেন হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরা।