খেলাধুলা ১ অক্টোবর, ২০২০ ১২:৪৪

নারী আইপিএলে দুই বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

সব কিছু ঠিক থাকলে তৃতীয়বারের মত নারীদের আইপিএল বা উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই লিগের এবারের আসরে বাংলাদেশি দুই নারী ক্রিকেটারের খেলার সম্ভবনা রয়েছে। 

তবে এখনও ক্রিকেটার দুই জনের নাম নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয়বারের মতো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে যেতে পারেন পেসার জাহানারা আলম ও তার সঙ্গী হিসেবে থাকবেন অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করেছে  বিসিসিআই। সূত্র বিবিসি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলবে শীর্ষ দুটি দল। উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আর আমিরাতে পৌঁছাবেন ভারতীয় সহ বিদেশি ক্রিকেটাররা।