আইন ও আদালত ২০ আগস্ট, ২০১৯ ০১:০৮

এফআর টাওয়ারের মালিকের জামিন মঞ্জুর

ডেস্ক রিপোর্ট।।

বনানীতে অগ্নিকান্ডের ঘটনার পর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। মামলায় ভবনটির অন্যতম মালিক, কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসভীর-উল-ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) বিকালে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করে তাকে আদালতে হাজির করেন।

আবেদনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, গ্রেফতার আসামিকে জামিন দিলে মামলার আলামত নষ্ট হতে পারে। এছাড়া সাক্ষীদের ভয়ভীতি প্রদানসহ অবৈধভাবে মামলা প্রভাবিত করার আশঙ্কা থাকায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও জাহাঙ্গীর আলম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।