খেলাধুলা ১ অক্টোবর, ২০২০ ০৩:০০

সমন্বয় পরিষদের ইশতেহার ঘোষণা

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ২৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে তারা।

আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ জাতীয় দলকে সাফের শিরোপা প্রত্যাশী দল হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও নারী ফুটবল নিয়ে কাজ করার আলাদা পরিকল্পনার কথাও জানান তারা। এছাড়া প্রতি জেলা ও উপজেলায় লিগ, বয়সভিত্তিক ফুটবল, সোহরাওয়ার্দী ও শেরেবাংলা কাপ নিয়মিত আয়োজন করা, পেশাদার ফুটবল লিগকে সাজানো সহ ১২ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেন তারা

এ ছাড়া ক্লাবগুলোকে আর্থিক সাহায্য, করপোরেট লিগ আয়োজন, জাতীয় দলের জন্য ৪, ৮ ও ১২ বছর মেয়াদি পরিকল্পনা, ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও খেলোয়াড়দের ইনস্যুরেন্সের ব্যবস্থা করার কথা জানানো হয়

সমন্বয় পরিষদের প্যানেল :

শেখ মোহাম্মদ আসলাম (সিনিয়র সহসভাপতি)। মহিউদ্দিন আহমেদ মহি, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও শেখ মুহম্মদ মারুফ হাসান (সহসভাপতি)।

ইমতিয়াজ সুলতান জনি, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শাকিল মাহমুদ চৌধুরী, আরিফ হোসেন মুন, আমের খান, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মোহাম্মদ সাব্বির হোসেন, আবদুল ওয়াদুদ পিন্টু, টিপু সুলতান, আ ন ম আমিনুল হক মামুন, মঞ্জুরুল আহসান, মহিদুর রহমান মিরাজ ও মিজানুর রহমান মিজান (সদস্য)।