আইন ও আদালত ১ অক্টোবর, ২০২০ ০৩:৫১

‘অ্যাটর্নি জেনারেলের মৃত্যু আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি’

নিজস্ব প্রতিনিধি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেনঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু অনেক কষ্টের। আইন বিচারাঙ্গনের জন্য এটা অপূরণীয় ক্ষতি।

আজ বৃহস্পতিবার ( অক্টোবর) রাজধানীর মিনিস্টার্স অ্যাপাটমেন্টে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে কুলখানির আয়োজনে একথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম আমিন উদ্দিন।

এতে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম, বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী মাহবুব আলী, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।