আন্তর্জাতিক ২ অক্টোবর, ২০২০ ০৪:৫০

বিশ্বের করোনা পরিস্থিতির সর্বশেষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিদিনই বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইউরোপের বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৮১৩ জনে। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্ব জুড়ে প্রাণ হারিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৬৫৪ জন। করোনা ভাইরাসটি থেকে বিশ্ব জুড়ে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৭৬১ জন।
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনাক্তে দ্বিতীয় স্থানে ভারত, তৃতীয় স্থানে ব্রাজিল, চতুর্থ স্থানে রাশিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া।