চাকুরীর খবর ২ অক্টোবর, ২০২০ ০৬:৪৮

অফিসার পদে ৫ ব্যাংকে প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ)-এর ১ হাজার ৫১১টি শূন্যপদে আবেদন করা প্রার্থীরা ‘রকেট’–এর মাধ্যমে আবেদন ফি দিয়ে টিএক্সএন আইডি ভেরিফিকেশন সম্পন্ন না করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি অনেকে।

এসব প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে তাদের সংরক্ষিত অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের নির্ধারিত ঘরে টিএক্সএন আইডি নম্বর বসিয়ে ফি প্রদান করে ভেরিফিকেশন সম্পন করে আগামী ৮ অক্টোবরের মধ্যে tracking Page সংগ্রহের জন্য পরামর্শ দিয়েছে বিএসসি।

এ ছাড়া এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি-বিএসসি।
আবেদন করা প্রার্থীদের ১৩ ও ১৪ অক্টোবরের মধ্য প্রবেশপত্র ডাউনলোডের পরামর্শ দিয়েছে বিএসসি। এর আগে প্রবেশপত্র ডাউনলোডের শেষ দিন ৪ অক্টোবর।

পরীক্ষার, তারিখ, সময়, কেন্দ্র ও ঠিকানা পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিএসসি।