খেলাধুলা ৩ অক্টোবর, ২০২০ ১২:৫০

ভোট শেষ এখন ফলের অপেক্ষা

ডেস্ক রিপোর্টঃ

আজ দুপুর ২টায় শুরু হয়ে চার ঘণ্টা পর শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ২১ পদে ৪৭ জন প্রার্থীকে ভোট দিয়েছেন ১৩৫ জন কাউন্সিলর। মোট ভোটার ছিলেন ১৩৯ জন। চারজন নির্বাচন কেন্দ্রে আসেননি তাঁরা হলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি তরফদার মো. রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সাফওয়ান সোবহান।

এবার অপেক্ষা ফল পাওয়ার। ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন বাফুফের পরবর্তী সভাপতি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী মানিক, তিনি জানান,সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী। সব কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে। সবার একটাই কথা, পরিবর্তন চাই।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও বেশ হাসি-খুশি মেজাজেই দেখা গেছে সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনকেও।

এর আগে সকালে ভোটের আগে সুষ্ঠভাবে শেষ হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় গত এক বছরের আর্থিক বিবরণীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাশ হয়।