বিনোদন ৪ অক্টোবর, ২০২০ ১২:৪৩

অনলাইনে সাংস্কৃতিক চর্চা, নেই আগের আমেজ

শিলা আক্তার মৌ

গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে চলতি বছরের মার্চে দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এরপর থেকেই বন্ধ হয়ে যায় দেশের সাংস্কৃতিক কেন্দ্রগুলো। কিন্তু এমন প্রেক্ষাপটেও অনলাইন প্ল্যাটফর্মে চলছে সাংস্কৃতিক কার্যক্রম।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনে বসে অনুষ্ঠান উপভোগ করার প্রাণচাঞ্চল্য আর আমেজ অনলাইনে পাওয়া যায় না। তবে এর বিপরীত দিকও আছে। যে মানুষগুলো এতদিন যানজট, দূরত্ব আর সময়ের অভাবে আয়োজনগুলো দেখতে পারেননি তারাও এখন খুব সহজেই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারছেন।

সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সরেজমিনে গিয়ে দেখা গেল, যে জায়গা হাজারো মানুষের পদচারণায় মুখোরিত থাকতো সেটি এখন নিস্প্রাণ হয়ে পড়ে আছে তবে থমকে নেই সাংস্কৃতিক চর্চা। সংস্কৃতি বিকাশের ধারা অব্যাহত রাখতে নিয়মিত অনলাইন, ওয়েবসাইড, ইউটিউবের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির  জনসংযোগ কমকর্তা হাসান মাহমুদ আমাদের কাগজকে জানান, শিল্পকলা একাডেমিতে সর্বশেষ ২৭ মার্চ দর্শকরা সরাসরি বসে অনুষ্ঠান উপভোগ করতে পেরেছিল। এরপর থেকেই করোনার কারণে বন্ধ করে দিতে হয়

বুলবুল ললিতকলা একাডেমির চিত্রও অনেকটা একই রকম। ভেতরে প্রবেশ করে তেমন কাউকেই চোখে পড়েনি। অ্যাসিস্ট্যান্ট রেজিষ্ট্রার মাসুদ করিম হতাশার সুরে জানান, করোনাকালীন সময়ে ভালো নেই সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলীরা করোনার এই ক্রান্তিকালে আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি তবে গান, নাচ, আর্ট এগুলো প্র্যাকটিক্যাল বিষয় অনলাইনে ঠিক ঐরকম অনুভূতি পাওয়া যায় না। আর যেহেতু হু হু করে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাই সমানে কি হবে তা নিয়ে আমরা চিন্তিত।   

করোনাকালীন সময়ে কেমন চলছে সাংস্কৃতিকচর্চা এমন প্রশ্নের জবাবে নৃত্যশিল্পী রাফিদা আক্তার বলেন, আগে স্টেজ পারফর্ম করতাম আর এখন বাসায় পারফর্ম করে রেকর্ড করে ইউটিউব চ্যানেলে আপলোড করি পার্থক্য শুধু এতটুকুই

জানা গিয়েছে, বাংলাদেশ শিশু একাডেমিতেও এখন অনলাইনে ক্লাস হচ্ছে সকল কার্যক্রম আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পরিচালিত হচ্ছে।