আন্তর্জাতিক ৪ অক্টোবর, ২০২০ ০২:৪১

লকডাউনেই প্রতি ঘণ্টায় ইনকাম ৯০ কোটি মুকেশ আম্বানির

আন্তর্জাতিক ডেস্কঃ

একমাত্র ভারতীয় মুকেশ আম্বানিই বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির তালিকায় রয়েছে। এই করোনার লকডাউনে যখন সারা বিশ্বে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। সে সময় দুই হাত ভরে অর্থ কামিয়েছেন তিনি।

ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানি।

বর্তমানে মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৬,৫৮,৪০০ কোটি রুপি। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া বিখ্যাত সংস্থার জোটেই তিনিইনকাম করেছে দুই লাখ ৭৭ হাজার ৭০০ কোটি রুপি।

করোনায় লকডাউন চলাকালে প্রতি ঘণ্টায় প্রায় ৯০ কোটি রুপি কামিয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তি তালিকায় থাকা বাকি পাঁচ ভারতীয় ধনীদের সম্মিলিত সম্পদের তুলনায় ও অনেক বেশি। বর্তমানে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়েছেন।

ভারতে শীর্ষে রয়েছে মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন লন্ডন নিবাসী হিন্দুজা ব্রাদার্স। উইপ্রোর আজিম প্রেমজি রয়েছেন পঞ্চম স্থানে।