আইন ও আদালত ৫ অক্টোবর, ২০২০ ০৯:৪৫

নারী নির্যাতনকারীদের পক্ষ নেয়নি কোনো আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মামলায় গ্রেফতার রহিম ও রহমত উল্যাহকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময়ে নারী নির্যাতনকারীদের পক্ষ নেয়নি কোনো আইনজীবী।

সরকারি রেজিস্টার অফিসার (জিআরও) সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, রহিম ও রহমত উল্যাহকে ৩ নং বেগমগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদনের শুনানি করে আদেশের অপেক্ষায় রাখেন।

উল্লেখ্য, গতকাল রবিবার রাতে ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও আইসিটি আইনে মামলা করেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি বাদলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ। ঘটনার ৩২ দিন পর গতকাল রবিবার নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।