অপরাধ ও দুর্নীতি ৫ অক্টোবর, ২০২০ ০২:১০

নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

রায়হান শোভন 

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে কাল মঙ্গলবার রাজধানীর শাহাবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাবেশ এবং উত্তরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠন।

নোয়াখালীর বেগমগঞ্জে যা ঘটেছিলঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও নির্যাতন  করেছে কয়েকজন দুর্বৃত্ত। সম্প্রতি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ২০-২৫ দিন আগে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ পাঁচজন যুবক ওই গৃহবধূকে নির্যাতন  করে। ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়। এরপর ৩৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় র‍্যাব-১১ এর একটি দল সোমবার ভোরে ঢাকা থেকে প্রধান আসামি বাদলকে এবং নারায়ণগঞ্জে থেকে ওই চক্রের দলনেতা দেলোয়ারকে গ্রেপ্তার করেছে বলে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন,  র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান। এছাড়া, নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন।

ঢাকার যেসব জায়গায় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছেঃ

শাহাবাগঃ ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ এ স্লোগানে শাহবাগ মোড়ে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবি উঠেছে। এসময় তারা ‘পৃথিবীর সব জায়গায় ধর্ষণ হয়’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এর পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

জাতীয় প্রেসক্লাবঃ সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা। এসময় তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতন ও ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উত্তরাঃ দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে অবরোধ করে তরুণ-তরুণীরা। এসময় তারা ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে নেয়ার কথা জানান।

সারাদেশে যেসব এলাকার ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছেঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

চট্রগ্রামঃ নগরের চেরাগি পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এ কারণে একের পর এক বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষক ও নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আহ্বান জানান তাঁরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ নোয়াখালীর বেগমগঞ্জে মানুষরূপী হায়েনাদের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ দেশব্যাপী ধর্ষন ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন হয়েছে। বক্তারা, বেগমগঞ্জসহ সারা বাংলাদেশে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

ব্রাহ্মণবাড়িয়াঃ সারাদেশের নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে  ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।